কোভিডে আক্রান্তের সময় দলের কেউ খবর নেয়নি , কিন্তু খবর নিয়েছিলেন অমিত শাহ : জানালেন শুভেন্দু

19th December 2020 6:16 pm অনান‍্য
কোভিডে আক্রান্তের সময় দলের কেউ খবর নেয়নি , কিন্তু খবর নিয়েছিলেন অমিত শাহ : জানালেন শুভেন্দু


নিজস্ব সংবাদদাতা ( মেদিনীপুর ) : কোভিডে যখন আক্রান্ত হয়েছিলাম তখন যে দলে ২২ বছর রইলাম তাদের কেউ খবর নেয়নি , কিন্তু খবর নিয়েছিলেন অমিত জী । প্রকাশ‍্য সভামঞ্চে দাঁড়িয়ে তোপ দাগলেন প্রাক্তন তৃণমূল নেতা সদ‍্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী । বিশাল জনসমাবেশে তার পুরানো দলের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি । বক্তব‍্যের শেষে " তোলাবাজ ভাইপো হটাও " স্লোগান যখন দিলেন শুভেন্দু করতালিতে ভেসে গেল জনসমাবেশ স্থল । অমিত শাহ এর বক্তব‍্যের থেকেও এদিন গোটা রাজ‍্য রাজনীতির নজর ছিল কি বলেন শুভেন্দু অধিকারী তার দিকে । শুভেন্দু বলেন , কাল থেকেই দলের কর্মী হয়ে কাজ করবো । পতাকা লাগানো হোক বা দেওয়াল লিখন হোক সব কাজ ই করবো । রাজ‍্য সরকারের বিরুদ্ধে ও তোপ দাগেন তিনি । এসসিসি নিয়োগ , কর্মসংস্থান বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু । এদিন বর্ধমান পূর্ব লোকসভার তৃণমূল সাংসদ সুনীল মন্ডল , কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু , মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা , তৃণমূল নেতা নিত‍্যানন্দ চট্টোপাধ‍্যয় , কর্নেল দীপ্তাংশু চৌধুরী সহ একঝাঁক তৃণমূল নেতা যোগ দিলেন পদ্ম শিবিরে । রাজ‍্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত । 





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।